বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা এবং পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল ইউনিটের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। এটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিসি লঞ্চঘাট সড়কে বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয় চত্ত¡রে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হেমায়েত উদ্দিন হাওলাদার, নির্বাহী সদস্য রওশন আরা বেগম, মিনু রহমান, ফরিদা বেগম প্রমুখ। পরে ওই কার্যালয়ে দিবস উপলক্ষ্যে কেক কাটা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের আয়োজনে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/৮ মে, ২০১৮/ফারজানা