রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সোহরাব হোসেন চাঁদ(৫৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের বুড়াইল সেতুর কাছে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাউনিয়া থানার পরিদর্শক(তদন্ত) আজিজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নিহত সোহরাব হোসেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মৃত আজহার আলীর ছেলে এবং কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য।
কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ জাফর আলী জানান, নিহত সোহরাব আলী জেলা পরিষদের সদস্য এবং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিদর্শক আজিজ জানান, “উলিপুর থেকে মোটরসাইকেলে করে রংপুর শহরে আসাছিলেন সোহরাব হোসেন। বুড়াইল সেতুর কাছে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহরাব হোসেন”।
তিনি জানান, “লাশ উদ্ধার করে কাউনিয়া থানায় আনা হয়। পরে কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ জাফর আলীর অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তার কাছে সোহরাবের লাশ হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৮/মাহবুব