দায়িত্ব পালনকালে মানবিক কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শবনম সুলতানা।
সোমবার পুলিশ সদর দফতরে তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এ সময় পুলিশ প্রধান বলেন, শবনম সুলতানা নিজ উদ্যোগে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যে নৈপূণ্য দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নিজে আহত গাড়ি চালককে সেবা দিয়ে মানবিক সেবার অনন্য নজির স্থাপন করেছেন। তার এ মানবিক উদ্যোগে জনমনে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বেড়েছে বলেও উল্লেখ করেন আইজিপি।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল শাহীনবাগ এলাকায় দায়িত্ব পালনকালে ওয়াকিটকির মাধ্যমে সিভিল এভিয়েশন স্কুলের সামনে সড়ক দুর্ঘটনার সংবাদ পান শবনম সুলতানা। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত পিকআপভ্যানের চালককে উদ্ধার করেন এবং একটি গাড়ি চালিয়ে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এরপর পিকআপভ্যানের চালককে নিজ হাতে প্রাথমিক সেবা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শবনমের এ মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৮/মাহবুব