এক আত্মীয়ের লাশ দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা কমলা বেগম। মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকায় কুমিল্লা মিরপুর সড়কে বাস ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত কমলা বেগম (৮০) ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের মো. সিরাজুল ইসলাম ওরফে বাদশা মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণপাড়া গ্রামে কুমিল্লা মিরপুর মিরপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস এবং পার্শ্ববর্তী উপজেলা বুড়িচং থেকে ছেড়ে একটি যাত্রীবাহী সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক বৃদ্ধা মহিলাসহ তিনজন সিএনজি অটো রিকশার যাত্রী আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কমলা বেগমকে স্থানীয় একটি প্রাইভেট হাসপালে মারা যান।
নিহতের বড় ছেলে সেলিম মিয়া জানান, তার ছোট ভাই মামুনের দাদী শাশুড়ির মৃত্যুর সংবাদ শুনে তার মা একই দিন সকালে পাশের উপজেলা বুড়িচংয়ে মামুনের শ্বশুর বাড়িতে যান। সেখান থেকে বিকেল বেলা সিএনজি অটো রিকশাযোগে বাড়ি ফেরার পথে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল