রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার অফিস কক্ষ থেকে রেজাউল হাসান শাকিল (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নিহত শাকিলের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তার গলায় দাগ রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৮/এনায়েত করিম