গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের আপিল শুনানি পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ। গাসিক নির্বাচনে ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) আবেদন করবে, এমন তথ্য উপস্থাপনের পর এ বিষয়ে শুনানি একদিন পিছিয়েছেন আপিল বিভাগ। বুধবার (৯ মে) প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আজ আপিল বিভাগে শুনানি হওয়ার কথা থাকলেও ইসির পক্ষে আইনজীবী মো. ওবায়দুর রহমান (মোস্তফা) আদালতে বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষে আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করবো। এ দু’টি আবেদনের সঙ্গে আমাদের আবেদনটি একসঙ্গে শুনানি করলে ভালো হয়। ’ তখন আদালত বৃহস্পতিবার শুনানির দিন ঠিক করেন।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৮/হিমেল