রাজধানীর ডেমরা থানার আমুলিয়া এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ হাওলাদার। তবে তিনি তার নাম-পরিচয় জানাতে পারেননি।
এসআই আজাদ হাওলাদার জানান, ভোর ৪টার দিকে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৮/মাহবুব