খুলনা সিটি করপোরেশন এলাকায় মঙ্গলবার রাতে প্রায় ২০০ নেতাকর্মীর বাসায় অভিযান চালিয়ে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন এই সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
বুধবার সকালে খুলনায় নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নতুন ৭ জন নিয়ে গত পাঁচ দিনে পুলিশ প্রায় ১০০ কর্মীকে গ্রেফতার করেছে বলেও দাবি করেন বিএনপি প্রার্থী।
তিনি বলেন, ‘যত ভয়ভীতি দেখানো হোক না কেন, আমাদের কর্মীরা মাঠ ছেড়ে যাবে না, ভোটকেন্দ্র ছেড়ে যাবে না।’
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৮/মাহবুব