রাজধানীর গুলশানের নিকেতন আবাসিক এলাকায় বিজ্ঞাপনী সংস্থা টিনসেল টাউনের কর্মচারী শাকিল (১৮)-কে গলাকেটে হত্যা মামলার আসামি আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। খুনের পর ১৭ বছরের কিশোর অপরাধী আরাফাত দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মঙ্গলবার মধ্যরাতে গুলশান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
এর আগে নিকেতনের ওই বিজ্ঞাপনী সংস্থার ভিতর থেকে শাকিলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
আরাফাত পুলিশকে জানায়, শাকিলের কাছে সে ৬০ হাজার টাকা পেতো। এই টাকা না দেওয়ায় তাকে একাই খুন করে। পা বেঁধে এবং গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। পরে গলা কাটে।
পুলিশ জানায়, শাকিলকে মারার পর তার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে আরাফাত। আরাফাত একটা গ্যারেজের কর্মচারী ছিল। তবে কিসের টাকা পেতো, খুনে আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, আরাফাত ইয়াবা ব্যবসা করতো। ব্যবসার টাকা শাকিলের কাছে রাখলেও পরে শাকিল ফেরত দিতে গড়িমসি করে। বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৮/আরাফাত