রাজশাহীতে বজ্রপাতে এক কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলার তানোর উপজেলার দুবইল ও বাতাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই কৃষক আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মৃত দুইজন হলেন- বাতাসপুর গ্রামের লোকমান আলীর ছেলে আনসার আলী (৪০) ও দুবইল নামোপাড়া গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে সোহাগ আলী (১৮)। আহতরা হলেন- বাতাসপুর গ্রামের অনিল সাহার ছেলে আনন্দ সাহা (৩৫) ও হিরেন সাহার ছেলে লিটন সাহা (৩০)।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সকালে বাতাসপুর গ্রামের মাঠে কয়েকজন কৃষ ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত হলে কৃষক আনসার আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর আহত হন আনন্দ সাহা ও লিটন সাহা। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা এখন সুস্থ আছেন।
অন্যদিকে, একই সময় দুবইল মাঠে জমিতে সেচ দিতে গিয়েছিলেন কলেজছাত্র সোহাগ আলী। এ সময় বজ্রপাত হলে তিনিও ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
ওসি জানান, এ ঘটনায় থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের সদস্যদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৮/এনায়েত করিম