রংপুরে পাঁচ বছর আগে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির উপস্থিতিতে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এ বি এম নিজামুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলামের(৩৫) বাড়ি পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের সরলিয়া গ্রামে।
যাবজ্জীবনের পাশাপাশি আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মালেক জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ মার্চ সন্ধ্যায় আমিনুল ইসলাম তার স্ত্রী ফরিদা বেগমকে (২৫) মারপিট করার এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। ওইদিনই পীরগঞ্জ থানার এসআই শাদিবুল আজম বাদী হয়ে ফরিদার স্বামী আমিনুলকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার এসআই আনোয়ারুল কবীর ২০১৫ সালের ২১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৮/মাহবুব