রাজধানীর দোয়েল চত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ড্যাব নেতা ডা. সামিউল আলম সোহান (৪৫) আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটের চিকিৎসক। তাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আহত ডা. সামিউল জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে ঢামেক বার্ণ ইউনিটে তিনি অাসছিলেন। দোয়েল চত্বর থেকে ঢাবির শহীদুল্লাহ হলের দিকে আসতেই পিছন থেকে অপর একটি মোটরসাইকেলে করে আসা দুজন দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত চাঁনখার পুলের দিকে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি মোটরসাইকেলসহ মাটিতে পড়ে যায়।
ডা. সামিউল আলম সোহান বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ 'ড্যাব' এর ঢাকা মহানগরের অাহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৮/আরাফাত