ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। নিজেদেরকে পরিচ্ছন্ন জাতি হিসেবে বিশ্বের দরবারে স্থান করে নিতে হবে।
বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন রমজান উপলক্ষে মুসল্লিদের যাতায়াত ও এবাদতে স্বাচ্ছন্দ্য বিধানের লক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিটি নাগরিকেরই এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করা উচিত জানিয়ে সাঈদ খোকন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে হবে নিজের ঘর থেকে। নিজের ঘর, আঙ্গিনা, পাড়া-মহল্লা পরিষ্কার থাকলেই শহর পরিষ্কার থাকবে।
তিনি বলেন, দিন দিন আমাদের ধর্মীয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে। এই অনুভূতি ও মূল্যবোধগুলোকে হারিয়ে যেতে দেয়া যাবে না। এই মূল্যবোধগুলোকে বাঁচিয়ে রাখতে পারলেই শহরের মানুষগুলো ভাল থাকবে।
শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নাগরিকদের অংশগ্রহণের বিকল্প নেই উল্লেখ করে মেয়র বলেন, প্রতিটি পাড়ায়, মহল্লায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকেও এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। এই দেশটাকে আমরা সবাই মিলেই সোনার বাংলা হিসেবে গড়ে তুলব।
বিডি প্রতিদিন/০৯ মে ২০১৮/এনায়েত করিম