বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সোয়া ৯টায় গুলির ঘটনা ঘটে। রাত ১০টায় ঢামেক হাসপাতালে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ব্যক্তির নাম আবৃদুর রাজ্জাক বাবু (৩০)। বাবার নাম মোঃ ফজলুর রহমান। তিনি মধ্য বাড্ডার আলাতুনেসা স্কুল রোডের একটি বাসায় বসবাস করতেন।
নিহতের বাবা জানান, দক্ষিণ বাড্ডা জাগরনী ক্লাবের সামনে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ফজলুর রমান। তার স্ত্রীর নাম শারমিন, এক সন্তানের জনক। ১ ভাই ৩ বোনের মধ্যে সে ছিল বড়। ম্যাক্স কেবল নামে ডিসের ব্যবসা রয়েছে তার। তবে কী কারনে, কেন কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলতে পারেন নি তিনি। বাবা স্কুলের নাইট গার্ড। তাদের স্থানীয় ঠিকানা পুরান ঢাকার সুরিটোলায়।
বিডি-প্রতিদিন/ই-জাহান