রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেট কারের চাপায় সুমাইয়া আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহত শিশুর খালু জব্বর মিয়া জানান, মেরাদীয়া হাটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সুমাইয়াকে চাপা দেয়। এতে সে গুরুতরভাবে আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানা উপ পরিদর্শক (এসআই) মোঃ নেসার উদ্দিন জানান, একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে চাপা দেয়, এতে তার মৃত্যু হয়। ঘাতক প্রাইভেট কার ও তার চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
সুমাইয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সরাজ মিয়ার সন্তান। সে বর্তমানে পরিবারের সাথে মেরাদীয়া হাট এলাকায় থাকতো।
বিডি প্রতিদিন/ ১০ মে ২০১৮/ওয়াসিফ