খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বরিশাল বিভাগীয় বিএনপির শীর্ষ নেতারা। আগামী ১৫ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতীক বরাদ্দের পর থেকে বরিশাল সিটি করপোরেশনের প্রথম সাবেক মেয়র মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিনসহ দক্ষিণার বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপি নেতারা নিরলসভাবে দলীয় মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
গত ৩ এবং ৪ মে বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে দক্ষিণা বিএনপি’র একটি দল খুলনায় গিয়ে দলীয় মেয়র প্রার্থী মঞ্জুর পক্ষে প্রচারণা চালান। সরোয়ারের নেতৃত্বাধীন দলে বরিশাল মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে আরেকটি দল গত ৬ মে থেকে দলীয় প্রার্থীর পক্ষে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন। সবশেষ শুক্রবারও কেসিসি’র ১১ নম্বর এবং ২৯ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন সাবেক এমপি শিরিনের নেতৃত্বাধীন বিএনপি’র প্রতিনিধি দল।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে দক্ষিণা বিএনপি’র আরেকটি দল গত ৭ থেকে ১০ মে পর্যন্ত প্রচারণা চালিয়েছেন খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে।
এছাড়া বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ঝালকাঠী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল আলম নুপুর, বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি শামীমা আকবর, মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য মুশফিকুল হাসান মাসুমসহ দক্ষিণা বিএনপি’র একঝাঁক নেতা কর্মী চষে বেড়াচ্ছেন কেসিসি’র বিভিন্ন অলিগলি।
তারা খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোড়দার করতে বিএনপি’র মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন।
এদিকে, শুধু দক্ষিনা বিএনপির নেতারা নন, নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে সবশেষ শুক্রবারও কেসিসি’র বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি বরকতউল্লাহ ভুলু, মো. শাহজাহান, জয়নুল আবেদীন, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং হাবিবুর রহমান হাবিব।
কেন্দ্রীয় বাঘাবাঘা নেতারা প্রচারণায় অংশ নেওয়ায় খুলনা সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে বাড়তি উন্মাদনার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন।
বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন ক্দুুসুর রহমান জানান, বেগম জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আরও বেগবান করতে খুলনা সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিএনপি। সরকারের দুঃশাসনে অতিষ্ট জনগণ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। জনগণ সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট দিতে পারলে আগামী ১৫ মে খুলনা সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী বিশাল ব্যবধানে বিজয়ী হবে বলে বলে আশা তার।
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/এনায়েত করিম