রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে উপস্থিত হয়েছেন দল ও মন্ত্রী পরিষদ থেকে বহিস্কৃত আবদুল লতিফ সিদ্দিকী। দুপরের দিকেই সম্মেলনস্থলে পৌঁছান আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী এ নেতা। তার এ উপস্থিতিতে সেখানে বিভিন্ন ধরনের কানাঘুষা ও গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, শীঘ্র হয়তো দলে ফিরতে পারেন লতিফ সিদ্দিকী।
২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের দেয়া বক্তব্যে জেরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেয়া হয় আবদুল লতিফ সিদ্দিকীকে। পরে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয় তাকে।
বিডি প্রতিদিন/১১ মে, ২০১৮/ফারজানা