রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে মিরপুরের শাহ আলী থানাধীন চটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহআলী থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, একটি বাস লেগুনাকে চাপা দেয়। এতে তিনজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দীসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন