রাজধানীর সবুজবাগে গাড়ির ধাক্কায় মোহাম্মদ আব্দুল্লাহ (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সুবজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ তার সিএনজি নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি পিছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন