কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম মাইদুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এক শোক বার্তায় ওবায়দুল কাদের মাইদুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, মাইদুল ইসলাম উলিপুর আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। এ রাজনীতিক ১৯৭৯ থেকে ৮৬ সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন