রাজধানীর কদমতলীতে আজ বিকালে ফয়সাল (২০) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কদমতলীর পাটেরবাগ এলাকায় দু’টি বাড়ির মাঝের জায়গায় তার মরদেহটি পাওয়া যায়।
মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে কদমতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, পেশায় রিকশাচালক ফয়সাল কদমতলী এলাকায় থাকতেন। তার শরীরে তেমন কোনো আঘাত পাওয়া না গেলেও নাকের ওপরে ছুলে যাওয়ার জখম রয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। যেখানে মরদেহ পাওয়া গেছে, তার পাশে একটি টিনশেড বাড়িতে থাকছিল মেয়েটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার