রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে শ্যালিকাকে হত্যা করার অভিযোগে গ্রেফতার দুলাভাই সুমনকে পাঁচদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর রিমান্ডের এ আদেশ দেন। এরআগে বুধবার ভোরে আসমি সুমনকে মিরপুরের পাইকপাড়া থেকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে স্বামী-স্ত্রী পরিচয়ে ভুয়া নাম দিয়ে নিহত বৃষ্টি ও আসামি সুমন মগবাজারের একটি হোটেলের ৪০৭ নম্বর কক্ষ ভাড়া নেন। বেলা সাড়ে ১১টায় সেই কক্ষ থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে আসামি সুমন পালিয়ে যায়। এ ঘটনায় সুমনকে একমাত্র আসামি করে রমনা থানায় হত্যা মামলা করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান