কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাইয়ে জমি নিয়ে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে। এদিকে রবিাবর সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি।
উল্লেখ্য, বাড়ির সীমানা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে শনিবার খোরশেদ আলম (৫০) এবং সানু মিয়া (৬২) নামের দুই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নারী পুরুষসহ আহত হন আরও ৮ জন।
শামছু গ্রুপের লোকজন তাদের প্রতিপক্ষ মফিজ গ্রুপের বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় মফিজ গ্রুপের লোকজনও পাল্টা হামলা করে। এতে দুই গ্রুপের নারী পুরুষসহ ১০ জন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে দুইজন মারা যান।
ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান কবির জানান, এখনও এই ঘটনায় কোন মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব