জাতীয় প্রেস ক্লাবে আজ বিএনপির মানববন্ধন থেকে বিএনপির সহ-সম্পাদক সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য আবদুল মতিনসহ অর্ধশত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে মানববন্ধন থেকে ফেরার পথে পল্টন মোড় থেকে গ্রেফতার করা হয় মোস্তাফিজুর রহমান বাবুল ও আবদুল মতিনকে। পল্টন প্রেস ক্লাবের সড়ক থেকেও বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়।
এছাড়া সারাদেশে আরো শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেন রিজভী। এ নিয়ে বিকাল সাড়ে ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান রুহুল কবীর রিজভী।
বিডি প্রতিদিন/এ মজুমদার