তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন, হাইকোর্টে শহিদুলের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
হাইাকোর্টের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান আইনজীবী সারা হোসেন। তিনি বলেন, মঙ্গলবারের মধ্যে বিচারিক আদালতে শহিদুল আলমের জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবার জানা যাবে শহিদুল আলম জামিন পাচ্ছেন কি পাচ্ছেন না।
প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ৫ আগস্ট শহিদুল আলমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিডি-প্রতিদিন/১০ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব