রাজধানীর তেজগাঁও থানার নাশকতার মামলায় ১২ শিবির কর্মীকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমিন রিমান্ডের এ আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা গত ৬ আগস্ট তেজগাঁও আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় ও অনান্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ছাত্ররা একত্রিত হয়ে ৪০০ থেকে ৫০০ জন মিলে সরকার বিরোধী বিভিন্ন উত্তেজনাকর স্লোগান দেয়। এসময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। উক্ত আসামিরা জামায়াত শিবিরের নেতা/কর্মী, তারা ঘটনার পর হইতে আত্মগোপনে ছিলেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনারয় জড়িত থাকার কথা স্বীকার করেছে।তাদের সঙ্গে অন্য কারা জড়িত আছে এবং পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করতে এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রিমান্ডকৃতরা হলেন, তারেক আজিজ (১৯), মো. তারেক (১৮), জাহাঙ্গীর আলম (২২), মো. মোজাহিদুল ইসলাম (২১), মো. আল আমীন (১৯), মো. জহিরুল ইসলাম (১৯), মো. বোরহান উদ্দিন (১৮), ইফতেখার আলম (২১), মো. মেহেদী হাসান রাজিব (১৯), মো. মাহফুজ (১৯), মো. সাইফুলাহ (২৪) ও মো. রায়হানুল আবেদিন (২২)।
তারা টেক্সটাইল ইউনিভার্সিটি, তিতুমীর কলেজ, সরকারি সাদাত কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
বিডি-প্রতিদিন/ ই-জাহান