ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জরুরি মিটিংয়ে থাকায় তার কার্যালয়ে গিয়েও সাক্ষাৎ না পেয়ে ফিরে এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার প্রতীকী অনশন করার অনুমতি চাইতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা।
এ বিষয়ে আব্দুস সালাম আজাদ বলেন, মঙ্গলবার সকাল সোয়া দশটায় আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যাই। সেখানে প্রায় দুইঘণ্টা অপেক্ষা করলেও কমিশনার জরুরি মিটিংয়ে থাকায় দেখা করতে পারিনি। কমিশনারের মিটিং বিকেল তিনটা পর্যন্ত চলবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন