আগামী ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান এ তথ্য জানান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি মাদক, সন্ত্রাস, যানজটসহ গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন সমস্যা নির্মূলে তার ভূমিকার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মাহবুবুর রহমান ও মেট্রোপলিটন পুলিশের ডিসি মো. আরিফুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান টিটু, আবুল হোসেন, আজহারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব