রাজধানীর মিরপুর মডেল থানার চাঁদাবাজির মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এ আদেশ দেন।
এদিন, আদালতে মোজাম্মেলের পক্ষে জামিনের শুনানি করেন জায়েদুর রহমান ও জ্যোতির্ময় বড়ুয়া।
প্রসঙ্গত, মিরপুর মডেল থানায় দুলাল নামের এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় মোজাম্মেলকে গত বুধবার রাত ৩টায় তাকে গ্রেফতার করা হয়।
এরপর গত শনিবার মামলার তদন্ত কর্মকর্তা বজলু্র রহমান (উপ-পরিদর্শক) একদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে ফের রিমান্ড চাইলে আদালত নাকচ করেন। পরে তাকে পাঠানোর আদেশ দেয়া হয়।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব