ডিএমপির মাসিক অপরাধ সভায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখা ও দায়িত্ব পালনে সাহসিকতার জন্য নিয়মিতভাবেই পুরস্কৃত করা হয়ে থাকে পুলিশ সদস্যদের। তবে এবার ঢাকা মহানগরে ভাল কাজের জন্য পুরস্কার দেওয়া হল একজন সাধারণ তরুণীকে। গত আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ডিএপি পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন অন্তরা রহমান।
ঘটমান অপরাধ রোধে এবং অপরাধীকে আটকে ভূমিকা রেখে সাহসী নাগরিক হিসেবে তিনি ১৫ হাজার টাকা নগদ পুরস্কার গ্রহণ করেন।
যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, গত মাসে অন্তরা রহমানের হাতব্যাগটি হঠাৎ কেড়ে নিয়ে দৌর দেয় এক ছিনতাইকারী। তিনি ভয় না পেয়ে ব্যাগ উদ্ধারের জন্য ছিনতাইকারীকে ধাওয়া করেন। পলায়নরত ছিনতাইকারী এসময় একটি চলন্ত বাসে উঠে পালানোর চেষ্টা করে। অন্তরা ঘটনা দ্রুত পুলিশকে জানালে যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় বাস থেকে ছিনতাইকারীকে আটক করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল