রাজধানীর পল্টন থেকে ছয়টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন রাস্তা থেকে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, বায়তুল মোকাররম ফুট ওভারব্রিজ সংলগ্ন রাস্তায় ছয়টি পেট্রোল বোমা পাওয়া যায়। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০১৮/হিমেল