রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগ রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত নার্সদের হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা বন্ধ করে দিয়েছে নার্সরা।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা এই ঘটনায় তিনজনকে আটক করেছে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, হাসপাতালের ৮নং ওয়ার্ডে রোগীকে স্যালাইন দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। ওই ওয়ার্ডের জানালার কাঁচও ভাঙচুর করেছে রোগীর বিক্ষুব্ধ স্বজনরা। পরে হাসপাতাল বক্স পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে অঘোষিত কর্মবিরতিতে নার্সরা। তারা পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। পরিচালকের সাথে কথা বলার পর তারা সিদ্ধান্ত নিবেন।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত