পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। তিনি বলেন, হতদরিদ্র মানুষের চাহিদা মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরীবের হক গরীবের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের অধীন সুবিধাভোগীদের মাঝে ঘর বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
এ প্রকল্পের আওতায় বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ৪০৮টি বাড়ি নির্মাণ করার কাজ সরকার হাতে নিয়েছে। প্রতিটি বাড়ি এক লাখ টাকা হিসেবে সর্বমোট চার কোটি আট লাখ টাকা ব্যয়ে দুই মাসের মধ্যে কাজ শেষ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাঘা-চারঘাটের কোন মানুষ বলতে পারবে না যে তার বাড়িতে বিদ্যুৎতের আলো পৌঁছে নাই। যদিও কেউ বলতে পারে তৎক্ষণাৎ তার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি বলেন, গ্রামের কোন মানুষ বলে নাই যে, আমার জমি আছে ঘর নাই। এ উদ্যোগ প্রধানমন্ত্রী নিজের চিন্তা-ভাবনা থেকে গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষের দুঃখ লাঘবে যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করতে চান। দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক করা হচ্ছে। রাস্তা-ঘাটের উন্নয়ন হচ্ছে, শিক্ষা খাতে আমুল পরিবর্তন হয়েছে, বিদ্যুতের কমতি নেই।
প্রতিমন্ত্রী বলেন, মানুষ দাবি করার আগেই সব আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটছে। গরীবের টাকার যেন সৎ ব্যবহার হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই আদর্শের রাজনীতিতে বিশ্বাস করে। তাই বাঘা-চারঘাটের মানুষকে বিচার বিবেচনা করে আগামী নির্বাচনে ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নকে ধরে রাখতে হবে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আজিজুল আলম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা টুলু উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন