এক্সেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল আয়োজিত 'যুব ক্ষমতায়ন, আইন ও মানবাধিকার' বিষয়ক দিনব্যাপী কর্মশালা শুক্রবার সুপ্রীম কোর্ট বারের ১ নং হলে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট শেখ সালাহ্উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন ডেপুটি এটর্নি জেনারেল জেসমিন সুলতানা সামসাদ, অ্যাডভোকেট মো: আবদুন দুলাল, ব্যারিস্টার সৈয়দা ফেরদৌস আহমেদ, অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন, অ্যাডভোকেট নাহরিন পারভীন তানিয়া ও অ্যাডভোকেট মোহাম্মদ জগলুল কবির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ সালাহ্উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় সবাই মিলে কাজ করতে হবে এবং এ ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ হয় এ ধরনের কাজ থেকে সাবধান থাকতে হবে।
তিনি আরো বলেন, আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে গণতন্ত্রের অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
পরে প্রধান অতিথি কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন