রাজসিক অনুষ্ঠানে ফুলে ফুলে অভিষিক্ত হলেন রাজশাহীর নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার বিকেল ৪টায় রাসিক প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন খায়রুজ্জামান লিটন। এ সময় করতালি দিয়ে সবাই তাকে স্বাগত জানান।
এর মধ্যে দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন পঞ্চম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খায়রুজ্জামান লিটন। মেয়র হিসেবে দ্বিতীয়বারের মত অভিষিক্ত হলেন ৩০ জুলাইয়ের ভোটে বিপুল ভোটের ব্যবধানে জয়ী এই নৌকার মাঝি।
নগর ভবনের গ্রীণ প্লাজায় এ জন্য বিশাল আয়োজন করা হয়। এর আগে গত ০৫ সেপ্টেম্বর রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচিত মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করান।
এর আগে ২০০৮ সালে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন। ২০১৩ সালের নির্বাচনের মেয়রের মসনদ হারিয়েছিলেন তিনি। বলা হয়, এই পাঁচ বছর ছিল রাজশাহী সিটি কর্পোরেশনের স্বর্ণযুগ। এই পাঁচ বছরে রাজশাহী গ্যাস সংযোগ, রাস্তা-ঘাটের উন্নয়ন ও সুসজ্জিত আধুনিক রাজশাহী গড়ার কারিগর ছিলেন জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন।
গত ৩০ জুলাই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার রাজশাহী সিটি মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন স্বপ্নের ফেরিওয়ালা খ্যাত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিডি প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৭/আরাফাত