আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনায় আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী ক্যাম্পেইন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃবৃন্দ দেশের উন্নয়নের স্বার্থে সরকারের ধারাবাহিকতা রক্ষার আহবান জানান।
আজ বিকালে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন। বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান এমপি, সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তারা বিদেশী আর অপশক্তির আশ্রয় নিয়ে আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু দেশের মানুষ আর কোন অপশক্তির প্রশ্রয় দিবে না।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন