রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস র্যাপিড ট্রান্সপোর্ট (বিআরটি) প্রকল্পের কাজ করার সময় শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গ্যাসলাইনে ছিদ্র হয়ে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হয়। বিপজ্জনক পরিস্থিতি এড়াতে আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাত সোয়া ১২টার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে।
দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম বিপাকে পড়তে হয়। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে রওনা দিতেও দেখা গেছে।
গ্যাস লাইনের ছিদ্র হয়ে গ্যাস নির্গত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাসের টিম এবং স্থানীয় প্রশাসনের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
বিডি প্রতিদিন/ফারজানা