রাজধানীর কল্যাণপুরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত ফারজানা ইতি (২৫) ঝালকাঠি জেলার রাজাপুরের শাহজাহান হাওলাদারের মেয়ে।
শনিবার ভোর ৫টার দিকে কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। ইতি স্বামীর সঙ্গে কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ের পাশের একটি ভাড়া বাসায় থাকতেন।
মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির জানান, ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় তার স্বামী সবুজকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন