শেখ হাসিনা সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন।
শুক্রবার রাতে ক্রিসেন্ট মিলের মধ্যে মন্দিরের কয়েকটি প্রতিমা ভাংচুর করা হয়। শনিবার খুলনার খালিশপুরে প্রতিমা ভাংচুরের ঘটনায় মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এসএম কামাল বলেন, এর আগে ২০০১ সালে দেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে কোন অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই অপশক্তিকে পরাজিত করার আহ্বান জানান।
এদিকে প্রতিমা ভাংচুরের খবর পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, আসন্ন দূর্গা পুজা উপলক্ষে এখানে প্রতিমা তৈরির কাজ চলছিলো। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে দূর্গা প্রতিমার হাত, গণেশের সুরসহ কয়েকটি প্রতিমা ভাংচুর করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর