গাজী জিয়াউল হককে সভাপতি ও রুহুল আমিন সাগরকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এছাড়া কমিটির কার্যকরী সভাপতি মনোনীত হয়েছেন হুমায়ুন কবির।
আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফার রহমানের নেতৃত্বে গঠিত নির্বাচক কমিটি সম্প্রতি রাজধানীর রমনায় অনুষ্ঠিত এক সভায় সমিতির ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।
নবনির্বাচিত সভাপতি গাজী জিয়াউল হক ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) এপিকিউটিভ অফিসার এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সাগর ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)।
বিডি প্রতিদিন/এনায়েত করিম