জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেছেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাননি। তার সিঙ্গাপুর যাওয়ার খবর মিথ্যা, সময় হলে সব জানতে পারবেন।
আজ দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ড. কামালের নেতৃত্ব যে জাতীয় ঐক্যের প্রক্রিয়া চলছে, তাতে জাতীয় পার্টির অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে না দিয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জোট গঠনের প্রক্রিয়াকে এতো ছোটভাবে দেখা ঠিক না। এটি বড় বিষয়। কখন কি ঘটে তা দেখতে পাবেন।’
ড. কামাল বিদেশ যাওয়ার আগে জাতীয় পার্টির সঙ্গে যোগাযোগ করেছিলেন কি-না জানতে চাইলে রুহুল আমীন বলেন, ‘ড. কামাল সিঙ্গাপুর যাননি। এটা মিথ্যা কথা। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এটি পত্রিকা চালানোর জন্য কেউ কেউ মিথ্যা লিখতে পারে, ওনি সিঙ্গাপুর যাননি। আর সময় হলে সব বিষয়ে জানতে পারবেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন