বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর গুচ্ছ গ্রামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী ৪ নারীর বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের পরপরই হামলাকারী ৪ নারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।
নিহত বৃদ্ধা অবলা রানী দাস (৭০) উত্তর রহমতপুর গুচ্ছ গ্রামের ধীরেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি ৩ ছেলে এবং এক মেয়ের জনক ছিলেন।
গুচ্ছ গ্রামের বাসিন্দারা জানান, অবলা রানী দাসের বাসায় নিবাস চন্দ্র দাস নামে একজন সুইপার ভাড়াটিয়া রয়েছে। নিবাস প্রতিবেশী রোজিনা বেগম, হেলেনা বেগম, শিল্পি বেগম ও কমলা বেগমের জমির উপর দিয়ে হাঁটাচলা করে। এতে ক্ষুব্ধ হয়ে ওই চার নারী অবলা রানীকে তার বাসা থেকে সুইপার ভাড়াটিয়া নামিয়ে দিতে বলে। কিন্তু অবলা তার ভাড়াটিয়াকে নামিয়ে না দেওয়ায় তার উপর তারা আরও ক্ষুব্ধ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, পুরনো ওই বিরোধ নিয়ে রবিবার সকালে বৃদ্ধা অবলা রানীর সাথে প্রতিবেশী রোজিনা বেগম, হেলেনা বেগম, শিল্পি বেগম ও কমলা বেগমের বাদানুবাদ হয়। এক পর্যায়ে তারা লাঠিসোটা দিয়ে অবলাকে বেদম পিটিয়ে আহত করে। এতে তার মাথায় জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা অবলাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নগরীর বিমান বন্দর থানার ওসি এ.আর. মুকুল জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৭ অক্টোবর, ২০১৮/মাহবুব