বিস্ফোরক আইনের মামলায় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত গভীর রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির।
গ্রেফতার শাহীন নবম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ওসি আহমেদ কবির জানান, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে ঘিরে ঈশ্বরগঞ্জে যানবাহন ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিস্ফোরক আইনে শাহীনসহ আরও আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনের নামে মামলা দায়ের হয়।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর, ২০১৮/মাহবুব