মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান কমান্ড। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এসময় বক্তব্য রাখেন- সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মহানগর ইউনিট কমান্ডের সদস্য সচিব সেলিম সরকার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা কমিটির সভাপতি হুমায়ূন রশিদ সোহাগ, সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রানা প্রমুখ।
বক্তারা অবিলম্বে কোটা পদ্ধতি বহাল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম