নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন- যুক্তফ্রন্ট, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছে। সারাদেশে আজ সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে উঠেছে। এই ঐক্য ভোটের ঐক্য।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সোনার বাংলা পার্টি ও জনদলের যুক্তফ্রন্টে যোগদান উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, মানুষ আজ আন্দোলন করতে গেলেই অন্যায়ভাবে মামলা দিচ্ছে ও হয়রানি করা হচ্ছে। দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে।
তিনি আরও বলেন- গত রবিবার যুক্তফ্রন্ট, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছে। সারা দেশে আজ সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে উঠেছে। এই ঐক্য ভোটের ঐক্য।
নির্বাচন কমিশনের সমালোচনা করে মান্না বলেন, পত্রিকায় দেখলাম প্রধান নির্বাচন কমিশন বলেছেন- ডিসেম্বরে নির্বাচন, এই রকম কথা বলেননি। আগে কী বলেছেন, তিনি তা ভুলে গেছেন। তিনি মাঝে একবার বলেছিলেন, সুষ্ঠু নির্বাচন করা আমাদের পক্ষে সম্ভব না।
সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুর নূরের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম