দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
আজ সকাল ৭টা ৪৫ মিনিটে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পান্থপথ মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটিতে ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন