বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে কীর্তনখোলা নদীতে লাফিয়ে পড়ে জিন্নাত হাসান নোভা (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের ওই ছাত্রী সেতু থেকে নদীতে লাফিয়ে পড়ার পর তাকে জীবিত উদ্ধার করে জেলেরা। জিন্নাত হাসান নোভা নগরীর ফরেস্টার বাড়ি এলাকার মনির হোসেনর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে স্কুল ড্রেস পরিহিত এক ছাত্রী দপদপিয়া সেতু থেকে কীর্তনখোলা নদীতে লাফিয়ে পড়ে। এ সময় জেলে ও নদীর তীরে থাকা লোকজন তাকে উদ্ধার করে। পরে পুলিশ এসে ওই স্কুল ছাত্রীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। খবর পেয়ে তার স্বজনরা থানায় ছুটে যান।
নোভার বাবা মনির হোসেন জানান, তার মেয়ে সকালে স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরবর্তীতে থানা থেকে ফোনে তাকে বিষয়টি জানানো হয়। তার মেয়ে নোভা কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিলো। তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন মনির হোসেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই অলোক চৌধুরী জানান, কীর্তনখোলা নদী থেকে উদ্ধারের পর নোভাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। তার আচরণ কিছুটা মানসিক ভারসাম্যহীন রোগীর মত। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে স্বজনদের হাতে তুলে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৮/মাহবুব