২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে কেউ সহিংসতার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত 'ডিএমপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে' প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নগরবাসীর জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা রাজনীতি করি না, জনগণের জানমাল রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। তাই কেউ যদি দেশের স্বাভাবিক নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে কঠোরভাবে দমন করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
২০১৩-১৪ সালের জ্বালাও-পোড়াও, নৈরাজ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেই দিনের পুনরাবৃত্তির চেষ্টা করলে সেই স্বার্থান্বেষী মহলকে কঠোর হাতে দমন করা হবে।
অনুষ্ঠানে ডিএমপির শিক্ষাবৃত্তির সনদ ও নগদ অর্থ ডিএমপি সদস্যদের হাতে তুলে দিয়ে এ বৃত্তি অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৮/মাহবুব