খুলনার দৌলতপুর দেয়ানায় নির্মানাধীন ঘরের সানশেড ধসে ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মো. শিপন (১২) ও সামিয়া খাতুন (১৮ মাস)। তারা দু’জন ওই এলাকার মো. বাদল শেখের ছেলে-মেয়ে। এর মধ্যে শিপন ঘটনাস্থলে ও সামিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
জানা যায়, দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ায় বাদল শেখ নিজের জমিতে চারপাশে ইটের গাঁথুনি ও ওপরে টিন দিয়ে ঘর নির্মাণ করছেন। মঙ্গলবার দুপুরে ঘরের ভেতরে দুই ভাই-বোন খেলা করছিল। হঠাৎ ঘরের সানশেড ধসে তাদের ওপরে পড়লে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মো. শিপন স্থানীয় দেয়ানা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। তার পিতা বাদল শেখ পেশায় একজন রিক্সাচালক। তাদের আকিস্মক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, চারপাশে দেওয়াল ও ওপরে টিন দিয়ে নতুন এই ঘরটি নির্মাণ করা হয়েছে। সানশেড ধসে ঘটনাস্থলেই ভাই-বোনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, নির্মানাধীন বাড়িটির সানশেডে কোন রড ছিলো না। সিমেন্টও কম দেওয়া হয়েছে। যে কারনে এই দুর্ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৮/মাহবুব