গোপন বৈঠক থেজে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা মঈনউদ্দিনসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২ টায় ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় অবস্থিত মাওলানা মঈনউদ্দিনের নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, আনোয়ার হোসেন, রাশেদ বেপারী, আলমগীর বাহার, আল আমিন, শহিদুল, হারুন অর রশিদ, জয়নাল আবেদীন ও জাকির হোসেন।
ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মাওলানা মঈনউদ্দিনের বাসায় অভিযান চালায়। ওইসময় নাশকতার পরিকল্পনায় ওই বাসায় জামাতের শীর্ষ নেতাদের একটি গোপন বৈঠক চলছিল। এসময় পুলিশ ওই বাড়ির চার পাশ ঘিরে ফেলে এবং বৈঠককারীদের আত্মসমর্পনের সুযোগ দেয়। তখন তারা আত্মসমর্পন করে। একই সাথে তারা তাদের ককটেল আছে বলে পুলিশকে তথ্য দেয়। পরে পুলিশ তাদের ৯ জনকে গ্রেফতার করে। এছাড়া মঈনউদ্দিনের বাসা থেকে ৫টি ককটেল, ৭টি আতশবাজি ও বেশ কিছু রডের টুকরো উদ্ধার করে।
ওসি আরো জানান, পুলিশ ওই বাসা থেকে এর আগেও গোপন বৈঠকের সময় মঈনউদ্দিনসহ জামাতের শীর্ষ নেতাদের গ্রেফতার করেছিল।
বিডি প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৮/হিমেল